নিম্নোক্ত শর্তাবলী ও নীতিমালা www.echost.net ওয়েবসাইটে’র সকল ব্যবহারকারীগণের জন্য প্রযোজ্য এবং এই নীতিমালার সাথে ঐক্যমত পোষণ করা সকলের জন্য অত্যাবশ্যকীয়।
www.ehost.net বা Echost রেইন আই.টি (Rain IT ট্রেড লাইসেন্স নং-২৪৮০) কর্তৃক পরিচালিত একটি ওয়েব হোস্টিং সার্ভিস। Echost সব ধরনের ই-কমার্স উদ্যোক্তাদের ও অন্যান্য সাধারন/ব্যবসায়িক/ব্যক্তিগত প্রয়োজনের জন্যে নিম্নে উল্লেখিত সার্ভিসসূমহ প্রদান করে। যেসব সার্ভিস বাংলাদেশ ও অন্য যেকোন দেশের ক্রেতাগণ সার্ভিসসমূহের সাথে উল্লেখিত মূল্য পরিশোধের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।
Echost এর সার্ভিসগুলো কোনওভাবে আইন, সমাজ ও রাষ্ট্রবিরোধি কোন কাজে ব্যবহার করা যাবে না।
উপরে উল্লেখিত Echost এর সার্ভিসমূহ ক্রয়কারী/ব্যবহারকারীগণ নিম্নে উল্লেখিত ফেয়ার ইউসেজ নীতিমালা মেনে চলতে বাধ্য থাকবেন।
Echost এর সার্ভিসসমূহ যে ধরনের কার্যাদি সম্পন্নের উদ্দেশ্যে বিক্রয় করা হয়ে থাকে, সার্ভিসগুলো থেকে শুধুমাত্র সে ধরনের ও সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নৈতিক ও আইনগতভাবে সিদ্ধ কার্যাদি সম্পন্ন করা যাবে যেমন:
Echost কোন ধরনের আনসলিসিটেড / ম্যাস / স্প্যাম / মার্কেটিং ইমেইল সমর্থন করে না। কোন একাউন্ট থেবে এরকম করা হচ্ছে প্রমাণিত হলে Echost কর্তৃপক্ষ কোন রকম জবাবদিহিতা ছাড়াই তাৎক্ষনিকভাবে তা বন্ধ করে দেয়ার এখতিয়ার রাখে। যে ধরনের ইমেইল পাঠানো যাবে এবং যে ধরনের ইমেইল পাঠানো যাবে না তা নিচে উল্লেখ করা হলো।
Echost এর কোন হোস্টিং/সার্ভার/সার্ভিস ব্যবহার করে কোন ধরনের মিথ্যা খবর বা গুজব রটনা করা যাবে না। কোন একাউন্ট থেকে এরকম করা হচ্ছে প্রমাণিত হলে Echost কর্তৃপক্ষ কোন রকম জবাবদিহিতা ছাড়াই তাৎক্ষনিকভাবে তা বন্ধ করে দেয়ার এখতিয়ার রাখে।
Echost কর্তৃক প্রদত্ত প্রতিটি ক্লাউড হোস্টিং, রেন্ট এ শপ, VPS ও ডেডিকেটেড সার্ভারের সাথে যে ৯৯.৯০% আপ টাইম গ্যারান্টী দেয়া হয়ে থাকে, তা পুরো এক মাসের গড় আপ টাইম হিসাবে প্রযোজ্য এবং মনিটরিং সার্ভিস শুধুমাত্র Echost এর ইন্টারনাল রিপোর্ট অনুযায়ী হতে হবে, যা ইউজার/ব্যবহারকারীগণের অভিযোগের প্রেক্ষিতে এনালাইজ (বিশ্লেষণ) করা হবে। এনালাইজ প্রসেসে সার্ভার ও নেটওয়ার্ক আপটাইমকে গুরুত্ব দিয়ে বিগত ৩০ দিনের গড় আপটাইম বের করা হবে। রিপোর্ট অনুযায়ী কেউ যদি ৯৯.৯০% এর কম আপ টাইম পেয়ে থাকেন, তাহলে তাকে তার সার্ভিসের দিন প্রতি মূল্য হিসাবে পুরো ৭ দিনের অর্থ তার Echost এর একাউন্টে ক্রেডিট হিসাবে ফেরত দেয়া হবে, যা পরবর্তী মাসের বিলের সাথে এডজাস্ট করে দেয়া হবে অথবা সহজলভ্য কোন মাধ্যমে সে অর্থ তাকে ফেরত দেয়া হবে। আপটাইম রিপোর্টের বিষয়ে Echost এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য করা হবে।
Echost.net একজন ব্যবহারকারী সম্বন্ধে যেসব তথ্য সংগ্রহ করে তা এছাড়া অন্য কোন উদ্দেশ্যে নয় যে শুধুমাত্র তাকে/তাদেরকে তাদের কাংখিত সার্ভিস সমূহ প্রদান করতে পারে এবং পরবর্তীতে তাদেরকে প্রদেয় সার্ভিসের মান আরো উন্নত করতে পারে। Echost এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে, এইসব তথ্যসমূহ কোনওভাবে কোন ৩য় পক্ষের নিকট হস্তান্তর করা হয় না।
Echost তৃতীয় পক্ষের ট্র্যাকিং সিস্টেম যেমন গুগল এনালিটিকস এবং স্ট্যাট কাউন্টার এর মতো কিছু টুলস ( Tools ) ব্যবহার করে থাকে যেন ইউজারদেরকে পরবর্তীতে ইন্টারেস্ট বেজড (Interest based) সার্ভিস প্রদান এবং প্রদেয় সার্ভিসসমূহের মান আরো উন্নত করতে পারে । এক্ষেত্রে যেসব তথ্য সংগ্রহ করা হয়ে থাকে:
এক্ষেত্রে এই প্রাইভেসি পলিসি ছাড়াও উক্ত তথ্যসমূহের ক্ষেত্রে ট্র্যাকিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি’র সাথেও ব্যবহাকারীগণের একমত পোষণ করা অত্যাবশ্যকয়ী। গুগল এনালিটিকস এর প্রাইভেসি পলিসি দেখা যাবে এই ঠিকানায় https://policies.google.com/privacy?hl=en_US ও এই ঠিকানায় https://marketingplatform.google.com/about/analytics/terms/us/ এবং স্ট্যাট কাউন্টারের প্রাইভেসি পলিসি দেখা যাবে এই ঠিকানায় https://statcounter.com/about/legal/#privacy ।
Echost এর বিলিং ও সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম My Echost এ লগিন সহজ করার জন্য পাশওয়ার্ড ছাড়াও ফেসবুক ও জিমেইল একাউন্টের মাধ্যমে যে অটোমেটিক লগিনের ব্যবস্থা করা হয়েছে তা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর জ্ঞাতসারে, ইচ্ছাধীন ও অনুমতির প্রেক্ষিতে করা হয়ে থাকে, এবং Echost কোনওভাবে তাদের নাম, ঠিকানা, ইমেইল এড্রেস ও জাতীয়তা ছাড়া অন্য কোন তথ্যে প্রবেশাধিকার রাখে না। যেহেতু এটা ব্যবহারকারীর জ্ঞাতসারে ও অনুমতির প্রেক্ষিতে করা হয়ে থাকে তাই ব্যবহারকারীর ফেসবুক ও জিমেইল একাউন্টের নিরাপত্তা ও অনভিপ্রেত কোন ঘটনার সাথে Echost কর্তৃপক্ষকে কোনওভাবে দায়ী করা যাবে না। Echost এ লগিনের জন্যে ফেসবুক ও জিমেইল একাউন্ট ব্যবহারকারীদের ফেসবুক ও জিমেইল এর প্রাইভেসি পলিসির সাথেও একমত হওয়া অত্যাবশ্যকীয়। যারা ফেসবুক ও জিমেইল লগিন এ্যাকটিভ করার পর পরবর্তীতে তা ইন্যাকটিভ বা ডিজেবল করতে চান তারা নিচের লিংক থেকে তা করতে পারবেন।
গুগল একাউন্ট থেকে যেভাবে ডিজেবল বা রিমুভ করবেন:
আপনার জিমেইল বা গুগল একাউন্ট থেকে Echost এর এক্সেস মুছে ফেলতে প্রথমে এই লিংকে যান https://myaccount.google.com/security এরপর “Third-party apps with account access” এর উপর ক্লিক করে লিস্ট থেকে echost.net রিমুভ করে দিন। আপনার গুগল একাউন্টে ৩য় পক্ষের এক্সেস সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক এই লিংকে দেখুন https://support.google.com/accounts/answer/3466521?hl=en।
ফেসবুক একাউন্ট থেকে যেভাবে ডিজেবল বা রিমুভ করবেন:
আপনার ফেসবুক একাউন্ট থেকে Echost এর এক্সেস মুছে ফেলতে প্রথমে এই লিংকে যান https://www.facebook.com/settings?tab=applications&ref=settings অথবা মোবাইল ফোনে ফেসবুক এ্যাপ থেকে Settings & Privacy>Settings>Apps and Websites এ যান, এরপর লিস্ট থেকে echost.net রিমুভ করে দিন। ফেকসবুক ID দিয়ে অন্য ওয়েবসাইটে লগিন বিষয়ে ফেসবুকের পলিসি সম্বন্ধে বিস্তারিত জানতে এই লিংকে দেখুন https://www.facebook.com/help/223184117694507 এবং কিভাবে আপনার ফেসবুক একাউন্টে ৩য় পক্ষের এক্সেস এনাবল/ডিজেবল করতে পারবেন জেনে নিন এই লিংক থেকে https://www.facebook.com/help/942196655898243
উল্লেখ থাকে যে, যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে যদি কোন আইন প্রয়োগকারী সংস্থা কোন ক্লায়েন্টের Echost.net এ সংরক্ষিত ব্যক্তিগত বিষয় ও এ্যাক্টিভিটি সম্বন্ধে তথ্য জানতে চান তাহলে আইনের শাসন (Law & Order) প্রতিষ্ঠার লক্ষ্যে Echost কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্নক সহযোগিতা করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে ক্লায়েন্টগণের পক্ষ থেকে কোন প্রকার ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।
Echost প্রতিটি সার্ভিস ৭ দিনের মানি ব্যাক গ্যারান্টীর সাথে বিক্রয় করে থাকে। Echost প্রতিটি সার্ভিসের গুণগত মান সম্বন্ধে সুদৃঢ় আত্ন-বিশ্বাসী।
এবং ই-কমার্স হোস্ট এও বিশ্বাস করে যে প্রতিটি মানুষের ভাল লাগা এক বিষয়ের উপর নয়। তাই ই-কমার্স হোস্টের কোন প্রোড্রাক্ট ক্রয়ের পর সবারই তা ভাল লাগবে তা নাও হতে পারে। এটা এজন্যে হতে পারে যে ই-কমার্স হোস্টের প্রোডাক্ট প্রমোশন পেজে উল্লেখিত কোন ফিচার সম্বন্ধে ভুল ধারনা, অথবা আকাংখার সাথে প্রাপ্তির মিল না থাকা, অথবা কোন বৈশিষ্টের কমতি, অথবা কোন সীমাবদ্ধতা, যাই হোক না কেন Echost সব ইউজার/ব্যবহারকারীকে প্রোডাক্ট এ্যাক্টিভেশনের দিন থেকে ৭ দিনের সময় দিয়ে থাকে যেন একজন ব্যবহারকারী তার আকাংখা ও প্রাপ্তির হিসাব মিলিয়ে নিতে পারেন।
আমরা মনে করি ৭ দিন একটি প্রোডাক্টের বৈশিষ্টসমূহ ও গুণগত মান সম্বন্ধে প্রাথমিক ধারনা লাভের জন্যে যথেষ্ট। এই সময় সীমার মধ্যে কেউ যদি প্রোডাক্ট ডিএ্যাকটিভশেনের মাধ্যমে মানি ব্যাক পেতে চান, তাকে তার ক্রয়কৃত পণ্যের পুরো মূল্য ফেরত দেয়া হবে ইনশা’আল্লাহ। উল্লেখ্য যে, মানি ব্যাকের সময় ভবিষ্যতে ই-কমার্স হোস্টের পণ্যসমূহের মান আরো উন্নত করার লক্ষ্যে, মানি ব্যাক চাওয়ার কারন জিজ্ঞাসা করা হতে পারে যা’র উত্তর দেয়া না দেয়া’ সম্পূর্ণভাবে মানি ব্যাক ক্লেইমকারীর এখতিয়ারভূক্ত। হতে পারে কেউ এমন কোন ত্রুটির কারনে মানি ব্যাক চাইল যেটা ই-কমার্স হোস্ট জানলে ভবিষ্যতে হয়তো সেটা সংশোধন করার সুযোগ পেতে পারে।
Echost বিভিন্ন সময় নতুন ইউজার/ক্রেতা’কে আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা মূল্য হ্রাস অফার দিয়ে থাকে। সেসব অফারে’র সাথে আলাদা আলাদা নীতিমালা থাকতে পারে, প্রতিটি অফারের বিষয়ে সংশ্লিষ্ট/সংযুক্ত নীতিমালা অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে। তবে Echost কর্তৃপক্ষ যেকোন অফার যেকোন সময় কোনরকম জবাবদিহিতা বা কারণ প্রদর্শন ছাড়াই পরিবর্তন/সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
Echost বিভিন্ন হোস্টিং প্ল্যানের যেমন স্টার্ট আপ ক্লাউড, VPS ও ডেডিকেটেড সার্ভার ক্রয়ের পূর্বে গুণগত মান পরীক্ষা করে দেখার জন্যে ৭ দিনের ফ্রি ট্রায়াল সার্ভিস দিয়ে থাকে। এই ৭ দিনে Echost সার্ভিসগুলোর কিছু ফিচার যেমন VPS/Dedicated সার্ভারের ক্ষেত্রে SMTP ইমেইল পোর্ট ইত্যাদি ডিজেবল করে রাখতে পারে (উল্লেখ্য যে, Echost এর কোন সার্ভিসই ম্যাস বা গনহারে ইমেইল সেন্ডিং বা মার্কেটিং এর জন্যে অনুমোদন প্রাপ্ত নয়)। ৭ দিন সময়ের পর ইউজার/ক্রেতা চাইলে সার্ভিসটির মূল্য পরিশোধের মাধ্যমে সহজলভ্য যেকোন বিলিং প্ল্যানে সাবস্ক্রাইব করে নিতে অথবা ক্যানসেল করে দিতে পারবেন।
আমরা জানি সাইবার ক্রাইম বর্তমানে একটি গ্লোবাল কনসার্ন বা বৈশ্বিক দুশ্চিন্তার বিষয়। এখন প্রায় প্রতিটি ডিভাইস কোন না কোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত এবং বাধ্যগতভাবেই আমরা বিভিন্ন পাবলিক নেটওয়ার্কের সাথেও সংযুক্ত, এমতাবস্থায় এনক্রিপশন ছাড়া ইন্টারনেট সংযোগ বাড়ির সদর দরজা খোলা রেখে ঘুমানোর মতো! আইডেন্টিট থেপ্ট বা মূল্যবান পারর্সোনাল ইনফরেমশন চুরি বা চুরির অপচেষ্টা এখন সাধারণ একটি বিষয়।
এই অবস্থায় ইন্টারনেট কানেকশন এনক্রিপশন সহজতর করার জন্যে Echost বিশ্বখ্যাত বিভিন্ন সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার যেমন Kaspersky, NordVPN, Proton VPN ইত্যাদি এর VPN সার্ভিস রিসেল করে থাকে। যেহেতু VPN হ্যাকারদের জন্যে ডাটা আনরিডেবল (অপাঠযোগ্য) করা ছাড়াও ব্যক্তির সত্যিকার পরিচয় গোপন করতে সহায়তা করে তাই Echost থেকে VPN সার্ভিস ক্রয়ে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই নিম্ন বর্ণিত শর্তসমূহ মেনে চলতে হবে:
উপরোক্ত যেকোন শর্তসমূহের লংঘন প্রমানিত হলে Echost তার VPN সাবসস্ক্রিপশন কোনরকম জবাবদিহিতা ছাড়াই সাসপেন্ড অথবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
Echost এর রেন্ট এ শপে যেসব থিম ও ডেমো কনটেন্ট ব্যবহার করা হয় সেগুলো সম্পূর্ণ জেনুইন, লিগ্যাল এবং থিম কোম্পানীর নিকট থেকে অনুমোদন (লাইসেন্স) প্রাপ্ত। Echost কোনওভাবে সাব-লাইসেন্স প্রদানকারী নয় এবং তার জন্যে অনুমোদন প্রাপ্তও নয়। Echost সাধারণত দুই ধরনের থিম লাইসেন্স ব্যবহার করে ‘আনলিমিটেড ওয়েবসাইট লাইসেন্স‘ ও ‘সিংগেল ওয়েবসাইট লাইসেন্স‘। নিচে দুই ধরনের থিমের ধরন উল্লেখ করা হলো:
অধিকাংশ রেন্ট এ শপে ‘আনলিমিটেড ওয়েবসাইট লাইসেন্স‘ থেকে এ্যাক্টিভেশন ‘কী’ (key) ব্যবহার করা হয়ে থাকে। এই ধরনের লাইসেন্সগুলো আনলিমিটেড ক্লায়েন্ট ওয়েবসাইটে ব্যবহারের জন্যে অনুমোদন প্রাপ্ত। উল্লেখ্য যে, লাইসেন্সটি যেহেতু Echost -কে দেয়া হয়েছে সেহেতু Echost লাইসেন্সটি ব্যবহার করে ক্লায়েন্টগণের ওয়েবসাইটে থিমটি এ্যাক্টিভেট করার এখতিয়ার রাখে, কিন্তু কোনওভাবে ক্লায়েন্টগণকে ‘লাইসেন্স কী’ (License Key) -টি হস্তান্তর করা এখতিয়ার রাখে না। তাই রেন্ট এ শপ সার্ভিসটি ক্রয় করতে ইচ্ছুকগণকে মনে রাখতে হবে যে, তারা যতদিন echost.net এর সাথে থাকবেন ততদিন তাদের থিমের লাইসেন্স নিয়ে চিন্তার কোন প্রয়োজন নেই, কিন্তু যখন তারা অন্য কোন হোস্টিং কোম্পানীতে মুভ করতে চাইবেন তখন তাদের জন্যে দুটি অপশন আছে:
এই ধরনের ‘লাইসেন্স কী‘ (License Key) একটি মাত্র ওয়েব সাইটে ব্যবহারের অনুমোদন প্রাপ্ত হয়। তাই কোন ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি এই ধরনের থিম ব্যবহার করা হয় এবং পরবর্তীতে তিনি যদি Echost থেকে অন্য কোন হোস্টিং কোম্পানিতে চলে যেতে চান সেক্ষেত্রে Echost কর্তৃপক্ষকে অবহিত করে আপনার স্টোরে ব্যবহৃত থিমটি’র ‘লাইসেন্স কী’ (License Key) সংগ্রহ করে নিতে হবে , বিশেষভাবে উল্লেখ্য যে, Echost‘লাইসেন্স কী’ (License Key) এর জন্যে কোন অনুরোধ না পেলে ‘লাইসেন্স কী’ (License Key)-টি Echost এর এখতিয়ারভূক্ত হিসাবে বিবেচিত হবে।
উপরোক্ত শর্তাবলী ও নীতিমালা ক্লায়েন্টগণ যখন কোন Echost এর সার্ভিসের জন্যে সাইন আপ করবেন তখন তা প্রদর্শন করা হবে এবং সাইন আপ করতে ইচ্ছুক ব্যক্তিগণ যতক্ষণ ‘I agree‘ চেক বক্সে ‘টিক‘ চিহ্ন না দিবেন ততক্ষণ তিনি সাইন আপ করতে পারবেন না। সুতরাং যারাই এই ওয়েবসাইটের কোন না কোন সার্ভিসে সাইন আপ করবেন তারা প্রত্যেকে এই ‘শর্তাবলী ও নীতিমালা’র সাথে একমত আছন বলে পরিগনিত হবে। উল্লেখ্য যে, এই শর্তাবলী ও নীতিমালা’র বিভিন্ন ধারায় যেকোন ধরনের পরিবর্তন, সংশোধন, সংযোজন ও বিয়োজন করার এখতিয়ার Echost সংরক্ষণ করে।
কর্তৃপক্ষ
Echost ( ই-কমার্স হোস্ট )
www.ehost.net
info@echost.net
সর্বশেষ রিভিউ: নভেম্বার, ২০২২ ।
Echost.net একজন ব্যবহারকারী সম্বন্ধে যেসব তথ্য সংগ্রহ করে তা এছাড়া অন্য কোন উদ্দেশ্যে নয় যে শুধুমাত্র তাকে/তাদেরকে তাদের কাংখিত সার্ভিস সমূহ প্রদান করতে পারে এবং পরবর্তীতে তাদেরকে প্রদেয় সার্ভিসের মান আরো উন্নত করতে পারে। Echost এই মর্মে সাক্ষ্য প্রদান করে যে, এইসব তথ্যসমূহ কোনওভাবে কোন ৩য় পক্ষের নিকট হস্তান্তর করা হয় না।
Echost তৃতীয় পক্ষের ট্র্যাকিং সিস্টেম যেমন গুগল এনালিটিকস এবং স্ট্যাট কাউন্টার এর মতো কিছু টুলস ( Tools ) ব্যবহার করে থাকে যেন ইউজারদেরকে পরবর্তীতে ইন্টারেস্ট বেজড (Interest based) সার্ভিস প্রদান এবং প্রদেয় সার্ভিসসমূহের মান আরো উন্নত করতে পারে । এক্ষেত্রে যেসব তথ্য সংগ্রহ করা হয়ে থাকে:
এক্ষেত্রে এই প্রাইভেসি পলিসি ছাড়াও উক্ত তথ্যসমূহের ক্ষেত্রে ট্র্যাকিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের প্রাইভেসি পলিসি’র সাথেও ব্যবহাকারীগণের একমত পোষণ করা অত্যাবশ্যকয়ী। গুগল এনালিটিকস এর প্রাইভেসি পলিসি দেখা যাবে এই ঠিকানায় https://policies.google.com/privacy?hl=en_US ও এই ঠিকানায় https://marketingplatform.google.com/about/analytics/terms/us/ এবং স্ট্যাট কাউন্টারের প্রাইভেসি পলিসি দেখা যাবে এই ঠিকানায় https://statcounter.com/about/legal/#privacy।
Echost এর বিলিং ও সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম My Echost এ লগিন সহজ করার জন্য পাশওয়ার্ড ছাড়াও ফেসবুক ও জিমেইল একাউন্টের মাধ্যমে যে অটোমেটিক লগিনের ব্যবস্থা করা হয়েছে তা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর জ্ঞাতসারে, ইচ্ছাধীন ও অনুমতির প্রেক্ষিতে করা হয়ে থাকে, এবং Echost কোনওভাবে তাদের নাম, ঠিকানা, ইমেইল এড্রেস ও জাতীয়তা ছাড়া অন্য কোন তথ্যে প্রবেশাধিকার রাখে না। যেহেতু এটা ব্যবহারকারীর জ্ঞাতসারে ও অনুমতির প্রেক্ষিতে করা হয়ে থাকে তাই ব্যবহারকারীর ফেসবুক ও জিমেইল একাউন্টের নিরাপত্তা ও অনভিপ্রেত কোন ঘটনার সাথে Echost কর্তৃপক্ষকে কোনওভাবে দায়ী করা যাবে না। Echost এ লগিনের জন্যে ফেসবুক ও জিমেইল একাউন্ট ব্যবহারকারীদের ফেসবুক ও জিমেইল এর প্রাইভেসি পলিসির সাথেও একমত হওয়া অত্যাবশ্যকীয়। যারা ফেসবুক ও জিমেইল লগিন এ্যাকটিভ করার পর পরবর্তীতে তা ইন্যাকটিভ বা ডিজেবল করতে চান তারা নিচের লিংক থেকে তা করতে পারবেন।
গুগল একাউন্ট থেকে যেভাবে ডিজেবল বা রিমুভ করবেন:
আপনার জিমেইল বা গুগল একাউন্ট থেকে Echost এর এক্সেস মুছে ফেলতে প্রথমে এই লিংকে যান https://myaccount.google.com/security এরপর “Third-party apps with account access” এর উপর ক্লিক করে লিস্ট থেকে echost.net রিমুভ করে দিন। আপনার গুগল একাউন্টে ৩য় পক্ষের এক্সেস সম্বন্ধে আরো বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক এই লিংকে দেখুন https://support.google.com/accounts/answer/3466521?hl=en।
ফেসবুক একাউন্ট থেকে যেভাবে ডিজেবল বা রিমুভ করবেন:
আপনার ফেসবুক একাউন্ট থেকে Echost এর এক্সেস মুছে ফেলতে প্রথমে এই লিংকে যান https://www.facebook.com/settings?tab=applications&ref=settings অথবা মোবাইল ফোনে ফেসবুক এ্যাপ থেকে Settings & Privacy>Settings>Apps and Websites এ যান, এরপর লিস্ট থেকে echost.net রিমুভ করে দিন। ফেকসবুক ID দিয়ে অন্য ওয়েবসাইটে লগিন বিষয়ে ফেসবুকের পলিসি সম্বন্ধে বিস্তারিত জানতে এই লিংকে দেখুন https://www.facebook.com/help/223184117694507 এবং কিভাবে আপনার ফেসবুক একাউন্টে ৩য় পক্ষের এক্সেস এনাবল/ডিজেবল করতে পারবেন জেনে নিন এই লিংক থেকে https://www.facebook.com/help/942196655898243
উল্লেখ থাকে যে, যথাযথ পরিচয় প্রদানের মাধ্যমে যদি কোন আইন প্রয়োগকারী সংস্থা কোন ক্লায়েন্টের Echost.net এ সংরক্ষিত ব্যক্তিগত বিষয় ও এ্যাক্টিভিটি সম্বন্ধে তথ্য জানতে চান তাহলে আইনের শাসন (Law & Order) প্রতিষ্ঠার লক্ষ্যে Echost কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্নক সহযোগিতা করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে ক্লায়েন্টগণের পক্ষ থেকে কোন প্রকার ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কর্তৃপক্ষ
ই-কমার্স হোস্ট
www.echost.net
info@echost.net
সর্বশেষ রিভিউ: নভেম্বার, ২০২২ ।